All Menu

জাতীয় শিক্ষক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার মানববন্ধন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নতুন কারিকুলামে অসঙ্গতি দূরীকরণ পাঠ্যপুস্তক সংশোধন, মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে নিজ পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ) মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে জাতীয় শিক্ষক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জিয়াউল করিম নকিবের সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এম এ কুদ্দুস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা সোলাইমান আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, জেলা সদস্য আব্দুল জলিল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা জুবায়ের আহমদ জুবেল, সেক্রেটারি মাওলানা জাকারিয়া আহমদ, খেলাফত যুব মজলিস মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা শাহ মিসবাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শিব্বীর আহমদ উসমানী প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top