All Menu

মানুষকেই বেশি ভয়

এখন মানুষকে সবচেয় বেশি ভয় পেতে হয়! সেটা দূরের মানুষকে নয় বরং কাছের মানুষকে! পর মানুষকে নয় বরং আপন মানুষকে! একটা সময় কুকুরে ভয় ছিল, সাপে ভয় ছিল, এমনকি বিচ্ছুতেও ভয় ছিল! এখন ভয় মানুষে! সবচেয়ে কাছে থাকা মানুষে, সবচেয়ে বিশ্বাস করা মানুষে! আপন ভাবা মানুষে! স্বার্থের ঘটি উল্টে গেলে পাল্টা হামলায় দ্বিধা করে না!
যে মানুষের মধ্যে নৈতিকতার ন’ও নাই, এথিকস-ভ্যালুজ নাই, যারা কথায় কথায় মিথ্যা বলতে পারে, নিমিষেই চোখ উল্টে দিয়ে পল্টি নিতে পারে, চোগলখোরি করতে পারে-তাদেরকে ভরসা করলে মানুষের ওপর বিশ্বাস হারিয়ে যায়! মানুষের প্রতি ভয় ঝেঁকে বসে! যাদের কাছে অভ্যাসিত বা আয়েশি বড়লোকের জীবনের বাইরে সত্য ও সততার কোন জীবন নাই, নৈতিক জীবনের কোন মূল্য নাই-সে মানুষগুলোকে ভয় পেতেই হবে!
যারা জীবনে অঢেল টাকা-সম্পত্তি কামাইয়ের ধান্ধায় থাকে, কেবল ক্ষমতাবান হওয়াকেই বড় সাফল্য এবং সম্মানের মনে করে-তাদের ভয় না পেয়ে উপায় আছে? যাদের কাছে চোরের জীবন, দুর্নীতিবাজ-ঘুষখোরের জীবন, লম্পট-নেশাখোরের জীবন, দালালি ও সুবিধাভোগীর জীবন সবচেয়ে আকর্ষণীয় জীবন-তাদেরকে ভয় করতেই হবে!
যারা চাকুরির প্রতিশব্দে ক্ষমতা ভাবে, যারা আয়ের সমার্থক হিসেবে অবৈধ উপার্জনকে ভাবে, যারা খবর লওয়ার নামে দুর্বলতায় খোঁচাখোঁচি করে খুব আরাম পায়-তাদের ভয় না পেলে, তাদের থেকে সাবধানে না থাকলে আপনার বিপদ হবে! সবচেয় বড় কথা, আপনার মন খারাপ করে দেবে! মানুষ এখন মন খারাপের প্রতিষেধকের চেয়ে ভাইরাস-ব্যাকটেরিয়ার ভূমিকায় বেশি নড়াচড়া করে! কারো ক্ষতি করতে পারলেই তার বড় তৃপ্তি!
আপনার ক্ষতির যত খতিয়ান তার বেশিরভাগ কাছের মানুষের দ্বারাই সম্পাদিত হয়েছে! বুকে এসে চাকু মারাদের সংখ্যাই আশেপাশে বেশি! কত আপনজন ছোট্ট ছোট্ট স্বার্থের জন্য জীবন সংহারকের মত শত্রুতে পরিণত হয়েছে! একসাথে ওঠবস করা, একসাথে আড্ডায় মাতানো মানুষগুলো যখন বিগড়ে যায় তখন ভীত না হয়ে উপায় থাকে না! যত ভয় তা মানুষকে ঘিরেই হয়! জঙ্গলে বাঘ আর জলের কুমির কতজনকে ক্ষতি করেছে? মানুষের ক্ষতি মানুষের দ্বারাই হয়েছে! এখন এবং এখানে মানুষকেই যত ভয়! কথার ভয়, ক্ষমতার ভয় এবং খুনের ভয়! মানুষ চেনা বড় দায়! কি সহজে মানুষ মন ভেঙে দেয়!
শত ভয়-উৎকণ্ঠা নিয়েই চলতে হয়! সকাল-বিকাল মানুষের সাথে মিশতে হয়! অনেকের সাথে দেখা হয়। কারো আচরণ হৃদয়কে জয় করে আবার কেউ কলিজা ছিঁড়ে খায়। ক্ষতিকর মানুষগুলোকে এড়াতে পারলে, কথার বিষাক্ত ছুঁড়ি ছোড়া মানুষগুলোকে প্রতিহত করতে পারলে, দুর্নীতিবাজ-ঘুষখোরদের কবল থেকে নিরাপদ দূরে থাকতে পারলে মানুষের জীবন বড্ড চমৎকার সুন্দর। সেই জীবনকে উপভোগের জন্য, জীবনের অমিয় সুধা পানের জন্য মানুষের সম্মুখে নিজের সম্মান অরক্ষিত রাখা যাবে না।

রাজু আহমেদ।
কলাম লেখক।
[email protected]

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top