ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মাদক গ্রহণ না করার শপথ নিলো নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী। বুধবার (৮নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) দুপুরে স্কুল হল রুমে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক-বিরোধী জনসচেতনতা মূলক সভায় এই শপথ বাক্য পাঠ করে শিক্ষার্থীরা। শপথ বাক্য পাঠ করান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ আসনে সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মামুনর রশিদ কিরন। এ সময় বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিফা সিদ্দিকা, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন। জনসচেতনতা মূলক সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহারের কুফল নিয়ে বিষদ আলোচনা করেন। শিক্ষার্থীরা জানায়, আমরা অনেক কিছুই জানতাম-না। আজকের প্রোগ্রামের মাধ্যমে মাদকের ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে জানতে পেরেছি। যা ভবিষ্যতের আমাদের জীবনে কাজে আসবে। আমরা নিজেরা মাদক গ্রহণ করবো না, অন্যকেও মাদক গ্রহণ না করতে উৎসাহিত করবো। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ জানান, আজকের কিশোর শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ। কিশোর তরুণদের মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ও তাদের সচেতন করতে আমাদের এই উদ্যোগ। সভার প্রধান অতিথি নোয়াখালী-৩ আসনে সংসদ সদস্য ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব মামুনর রশিদ কিরন বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই উদ্যোগটি ভালো উদ্যোগ। এর মাধ্যমে আমাদের আগামীর প্রজন্ম মাদকের কুফল সম্পর্কে জানতে পারবে। আশা করি কর্তৃপক্ষ ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।