ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নোয়াখালীর বেগমগঞ্জে ছায়েদুল হক রুহুল আমিন কাতু মিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩রা নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ) সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, বেগমগঞ্জ উপজেলা শাখার তত্ত্বাবধানে উপজেলার আটটি কেন্দ্র একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক আবদুল আলিম সুজনসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরীক্ষায় ২য় থেকে ৫ম শ্রেণী পর্যন্ত মোট ৩ হাজার ৫৬৭ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। পৃষ্ঠপোষকতায় ছিলেন চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি ও শিক্ষানুরাগী মোরশেদুল আমিন ফয়সাল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।