আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জের মোবারকপুওে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ২ও ৩য় তলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ তলা ভিত বিশিষ্ট ২য় ও ৩য় তলা নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে এই নবনির্মিত উচ্চ বিদ্যালয় ও চাতরা ইসলামিক কালচারাল ইন্সটিটিউট মাদ্রাসার একাডেমিক ভবনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন সাধনে কাজ করছে। শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য সরকার প্রতিটি শিক্ষা অঙ্গনে দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করে দিচ্ছে। যেসব ভবনে সকল আধুনিক সকল সুযোগ-সুবিধা থাকছে। ফলে শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছে। তিনি আরও বলেন, শিবগঞ্জ শিক্ষা-বান্ধব উপজেলা। এ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী সন্তানরা সরকারের বিভিন্ন উচ্চ পদে কর্মরত। তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এটা আমাদের উপজেলার জন্য গর্বের বিষয়। উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসার সহসভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান, মোবারকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একেএম আজমল হক বাদশা, প্রধান শিক্ষক কামরুজ্জামান ও অধ্যক্ষ আবদুস শুকুরসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।