নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার রাজনগরে আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আরজান খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আলহাজ্ব ফয়েজ মাষ্টার ভবন এর সামনে আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আরজান খান এর সভাপতিত্বে ও ম্যানেজিং কমিটির সদস্য দিগন্ত দেব ভাস্কর এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান খান। আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দদের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী রেহানা আক্তার, রাজনগর সরকারী কলেজের অধ্যাপক শাহানারা রুবি, রাজনগর থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, রাজনগর সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটি প্রতিষ্ঠাতা আলহাজ্ব নজরুল ইসলাম কয়ছর, সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সাপ্তাহিক রাজনগর বার্তা সম্পাদক ও প্রকাশক আক্তার হোসেন সাগর, সাংবাদিক চিনু রঞ্জন দাশ তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন, আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসনা হেনা মনি, সহকারী শিক্ষক মতিউর রহমান, সহকারী শিক্ষক সত্য রঞ্জন কর, সহকারী শিক্ষক পার্থ দত্ত, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম ইমন, সহকারী শিক্ষক শরিফুন নাহার, সহকারী শিক্ষক নুরুন নাহার আক্তার মনি, ম্যানেজিং কমিটির সদস্য জিল্লু আহমেদসহ আরজান খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আরজান খান-কে সংবর্ধনা সম্মাননা স্বারক ও আমন্ত্রিত অতিথিবৃন্দদের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।