All Menu

বিরামপুরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার উদ্বোধন

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২ ও ২০২৩ উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) সকাল ১১ টায় বিরামপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন। একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম এঁর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দীন মণ্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মণ্ডল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার পাপিয়া নাছরীন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, সূধীজন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক-বৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top