আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়। লেগো ফাউন্ডেশনের অর্থায়নে ব্র্যাক কর্মসূচী-পাশে আছি প্রকল্পের উদ্যোগে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোমেনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ অহেদুজ্জামান, তেলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ রিজিয়া খাতুন, কর্মসূচীর শাখা ব্যবস্থাপক মোহা: রফিকুল ইসলাম। এ সময় ৬০জন শিশু ও ৬০ মা উপস্থিত ছিলেন। প্রত্যেক শিশুকে ১ বক্স রং পেন্সিল, ছবি আঁকার বই ও প্রাকটিস বুক দেয়া হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।