All Menu

চাঁপাইনবাবগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পিঠা উৎসব

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন পিঠা প্রদর্শনের মধ্য দিয়ে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর এলাকার পাঠানপাড়ার চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধি-প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি। বুদ্ধি-প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নির্বাহী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ মো. গোলাম রাব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোসা. আম্বিয়া খাতুন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-চাঁপাইনবাবগঞ্জ বুদ্ধি-প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের নির্বাহী সচিব মো. হান্নান হোসাইন, ওয়েল ফেয়ার ক্লাবের উপদেষ্টা সেলিনা বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারসহ অন্যরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি-বর্গরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন বিদ্যালয়টির শিক্ষার্থী মো. আব্দুল্লাহ। বুদ্ধি-প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের পিঠা উৎসবে-নকশি পিঠা, চিতই পিঠা, রস পিঠা, ডিম চিতই, ভাপা পিঠা, পাটিসাপটা, আন্দশা, ইলিশ পিঠা, চিংড়ি পিঠা, মান্ডা পিঠা, মাওয়া পিঠা, নারিকেল পিঠা, খেজুর পিঠা, পাতা পিঠা, ঝুড়ি পিঠাসহ আরও কত নাম! সেই সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top