All Menu

চাঁপাইনবাবগঞ্জে বসন্ত বরণ ও পিঠা উৎসব উদযাপিত

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বসন্ত আসলেই গ্রাম বাংলার মানুষ পিঠা-পুলি আর বিভিন্ন উৎসবে মেতে ওঠে। এ ঐতিহ্যকে পরিচয় করিয়ে দিতে এবারো নতুন প্রজন্মের মাঝে বাঙালী সংস্কৃতির চর্চা পরিচয় ও লালন-পালনের উদ্দেশ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় ও শিল্পকলা একাডেমীর আয়োজনে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার সকালে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য দেন, জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল। পরে নাচ-গান, বাহারি নকশা আর মজাদার পিঠা নিয়ে জমে উঠে এ উৎসব। মূলত হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে এবং সংস্কৃতির সাথে নতুন প্রজন্মের পরিচয় ঘটাতে প্রতিবছর এ উৎসবের আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসক ছাদ বাগানে ফলক উন্মোচন করেন এবং বিভিন্ন রকমের তৈরি পিঠার স্টল পরিদর্শন করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top