All Menu

নওগাঁয় আন্তঃ জেলা স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন পত্নীতলার কবিতা

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নওগাঁয় বেসরকারি এনজিও সংস্থা ডাসকো ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আন্তঃ জেলা স্কুল বিতর্ক প্রতিযোগীয় পত্নীতলার গাহন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী কবিতা আখতার চ্যাম্পিয়ন হয়েছে। বুধবার আন্তঃ জেলা স্কুল বিতর্ক প্রতিযোগীয় জেলার তিন উপজেলার স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়ামতপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। “যৌন নির্যাতন প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকাই মুখ্য” এই আলোচ্য বিষয়কে সামনে রেখে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী শিক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরেন। এতে বিচারকের রায়ে পত্নীতলার গাহন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী কবিতা আখতার চ্যাম্পিয়ন হয়। কবিতা আখতার গাহন গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top