All Menu

প্রকাশ পেয়েছে হৃথিবী রথের ৩য় সংখ্যা

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিল্প সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করা চাঁপাইনবাবগঞ্জের সংগঠন হৃথিবী রথের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সেই সাথে প্রকাশ পেয়েছে ট্যাবলয়েড সাহিত্য পত্রিকা হৃথিবী রথের ৩য় সংখ্যা। রবিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া ঝিলকানন এলাকায় দিনভর ছিলো হৃথিবী রথের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন। এতে কবিদের স্ব-রচিত কবিতা আবৃত্তি, শিল্পীদের গান, ছাড়াও ছিলো মুক্ত আলোচনা। কবিতা আবৃত্তি করেন, কবি পাণ্ডব মনদেহী,নাহিদুল হক,ইহান আরভিনসহ অনেকে। গান গেয়েছেন কাওসার আলী রিপন, মাসুদ রানাসহ অনেকে। বিকালে ট্যাবলয়েড সাহিত্য পত্রিকা হৃথিবী রথের ৩য় সংখ্যার মোড়ক উন্মোচন করেন উত্তরের বাতায়ন চাঁপাইনবাবগঞ্জ বইয়ের লেখক জাহাঙ্গীর সেলিম। উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল। ৩৫ জন কবির কবিতা নিয়ে প্রকাশ পাওয়া এ সংখ্যার সম্পাদনায় দায়িত্বে ছিলেন, হৃথিবী রথের আহ্বায়ক ও কবি আনিফ রুবেদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top