মাসুদ সরকার, ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর ধামইরহাটে উপজেলা সদরে একমাত্র স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান ‘ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়’ পরিদর্শন করেছেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার, দিয়েছেন শিক্ষার্থীদের যুগোপযোগী বিশেষ দিক নির্দেশনা। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা ১১ টায় নওগাঁ জেলা শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান ধামইরহাটের এই নারী শিক্ষা প্রতিষ্ঠানে আসলে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: ছাবিহা ইয়াছমিন। এ সময় জেলা শিক্ষা অফিসার এসেম্বলিতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিজের সু-স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়াও বিদ্যালয়ের সার্বিক শিক্ষা ব্যবস্থা,সুষ্ঠু পরিবেশ, বার্ষিক ও বোর্ড পরীক্ষার ফলাফল ও উল্লেখযোগ্য পরিমাণ জিপিএ-৫ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। সব শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলদ বৃক্ষ (আম গাছের চারা) রোপণ করেন জেলা শিক্ষা অফিসার। এ সময় জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক আবু সাঈদ, ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ, একাডেমিক সুপার ভাইজার কাজল কুমার সরকার, ঐতিহ্যবাহী চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সাংবাদিক আবু মুছা স্বপন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক আহমেদ, রবিউল ইসলাম, ইলিয়াস মার্ডিসহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।