All Menu

নোয়াখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দারুল আজহার মডেল মাদরাসা নোয়াখালী ক্যাম্পাসের ২০২২ দাখিল পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। দুপুরে জেলা শহর মাইজদীর ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী এডুকেশন এন্ড ইকোনমিক সোসাইটির (নীডস) সভাপতি নাঈম উদ্দিন কিসমত। ক্যাম্পাসের নির্বাহী সভাপতি মাওলানা মু. শামসুদ্দিন সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোবাশ্বের বারী এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদ এর সদস্য মাস্টার নুরুন্নবী, মিজানুর রহমান ফুয়াদ, আহসান উল্লাহ মিঠু, হুজ্জাতুল ইসলাম মামুন, ফেয়ার আহমদ হুজাইফা, আবদুস সাত্তার, সিফাতুর রহমান, পরিচালক হাফেজ মাওলানা আবু সালমান, বালক শাখার অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন, বালিকা শাখার অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম রাইহান, সিনিয়র শিক্ষক মাও. আবদুল জলিল, আবদুল করিম, মাও. ইসমাইলসহ অনেকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top