ইসলামপুর, জামালপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মান উন্নয়নেও সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রতিমন্ত্রী শনিবার জামালপুর জেলার ইসলামপুরে পাঁচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের চার তলাবিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন ঘটাতে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট অংশীজন বিশেষ করে শিক্ষকদেরকে আরো আন্তরিক হয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, কোভিড ভাইরাস ও যুদ্ধ পরিস্থিতির কারণে জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। তবে সরকার ভবিষ্যৎ কঠিন পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় পর্যাপ্ত খাদ্যশস্য মজুতের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের স্থিতিশীলতা ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনেও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে।
পাঁচবাড়িয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল ওয়াহেদ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, জামালপুর জেলা পরিষদের সদস্য শাহজাহান মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, ইসলামপুর এম সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ এর সভাপতি জামাল আব্দুন নাছের চার্লেস চৌধুরী, ইসলামপুর সদর প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।