All Menu

এসএসসি পরীক্ষায় ফেল করায় বিষপানে আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: এসএসসি পরীক্ষায় ফেল করায় ঠাকুরগাঁওয়ে শ্রাবন্তী বর্মন(১৭) নামে এক শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মলানী পাড়া গ্রামে তার নিজ কক্ষে বিষপান করে আত্মহত্যা করে শ্রাবন্তী। শ্রাবন্তী এবছর ঠাকুরগাঁও সদর উপজেলার মথুরাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা দিয়েছিল এবং রহিমানপুর ইউনিয়নের মলানী পাড়া গ্রামের রমেশ বর্মনের মেয়ে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন তার ভাই কল্যাণ বর্মন ও রহিমানপুর ইউপি চেয়ারম্যান আ: হান্নান হান্নু। স্থানীয়দের বরাতে রহিমানপুর ইউনিয়নের চেয়ারম্যান হান্নু বলেন, আজকে এসএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে। আর এ ফলাফলে সে অকৃতকার্য হয়েছে। সে বিষয়টি তার পরিবারকে জানার পর তার সাথে খারাপ আচরণ করেন। এটি সহ্য করতে না পেরে বাড়িতে থাকা কীটনাশক (বিষ) খেয়ে ফেলে সে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মারা যায় সে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top