All Menu

নোয়াখালীতে আলী আজ্জম স্মৃতি বৃত্তি পরীক্ষার বৃত্তি ও সনদ বিতরণ

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে আলী আজ্জম স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তির নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়েছে। চৌমুহনী পৌর অডিটোরিয়ামে বেগমগঞ্জ উপজেলা শিক্ষক সমিতি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আজিজুল বাসার স্বপন। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সময় চৌমুহনী ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি মোরশেদুল আমিন ফয়সল, বৃত্তি পরীক্ষার পৃষ্ঠপোষক আমিরুল বাসার মান্না, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবদুল আলিম সুজন, সাংবাদিক জামাল উদ্দিনসহ অনেকে বক্তব্য রাখেন ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top