মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে ইউনাইটেড ট্রাস্ট কর্তৃক পরিচালিত মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুলে “মেধা যাচাই পরীক্ষা-২০২২” অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ নভেম্বর) সকালে মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক এ.কে.এম মাহাবুব আলম এর সার্বিক তত্ত্বাবধানে ১৪টি বিদ্যালয়ের প্রায় ৩শতাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। “মেধা যাচাই পরীক্ষায় ৯টি কক্ষে ১২জন শিক্ষক দায়িত্ব পালন করেন। সীট প্ল্যান ও শৃঙ্খলার দায়িত্ব পালন করেন, স্কুলের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর আশফাক আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সুমন্তা রানী, সহকারী শিক্ষক জুনায়েদ মিয়া, সহকারী শিক্ষক ইব্রাহিম মিয়া, সহকারী শিক্ষক শাহিদা সুলতানাসহ সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দরা। ইউনাইটেড ট্রাস্ট ও মৌলভী টি এস্টেট কর্তৃক মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নে মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুলে অত্যাধুনিক ও নান্দনিক অবকাঠামো, প্রতি ক্লাসে ১০০% উপস্থিতির জন্য উৎসাহিত করা এবং পুরস্কৃত করা, জাতীয় ও বিভিন্ন দিবস উদযাপন, খেলাধুলার জন্য সুবিশাল খেলার মাঠ ও নিরাপদ “কিডস জোন”, শিক্ষকদের Formative Lesson Plan প্রতিদিন যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দিয়ে ক্লাসে প্রবেশের ব্যবস্থা, মেধা বিকাশের জন্য প্রতি অধ্যায় শেষে সাপ্তাহিক, মাসিক ও ত্রি-মাসিক পরীক্ষা, গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা ও দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষাদানে নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সুনাম অর্জন করেছে এ প্রতিষ্ঠানটি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।