মোঃ আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে শিবগঞ্জে ৬দিনব্যাপি ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে ফিতা কেটে এই ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং মুক্তিযুদ্ধের উপর রচিত বেশকিছু বই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে উপহার দেন। একই সঙ্গে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কথা দিয়েছেন সোমবারের মধ্যে তারা প্রত্যেকে নিজের উপহারের বইটি পড়ে শেষ করবে এবং শিক্ষণীয় বিষয়টি জানাবে। শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সাইফুল মালেক ও সিনিয়র সহকারী শিক্ষক হারুন অর রশিদসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।