ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে শিক্ষার্থীদের মেধা বিকালের লক্ষ্যে ফরিদ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর পৃষ্ঠপোষকতায় মফিজ উল্যা স্মৃতি মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ থেকে সাড়ে ১২ টা পর্যন্ত বেগমগঞ্জ ও সোনাইমুড়ি উপজেলার ৬টি কেন্দ্রে এক যোগ এ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বৃত্তি পরীক্ষা কমিটির উপদেষ্টা ও লাইফ কেয়ার হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আবু তাহের, বৃত্তি পরীক্ষা কমিটির যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন পাটোয়ারীসহ পরিচালনা পরিষদের কর্মকর্তারা। পরীক্ষা নিয়ন্ত্রক মামুন উর রশীদ জানান, ১৯৯২ সাল থেকে ধারাবাহিকভাবে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের পরীক্ষায় ৩য় শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত প্রায় ৩ হাজার ৬শত শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।