ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:
মেধাবী খুঁজে বের করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ম্যারিটশো শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লক্ষ্মীপুর সদর উপজেলার ৩৪টি স্কুল ও মাদ্রাসার প্রায় সাতশত শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও ইসলাম শিক্ষা/আরবি বিষয়ে দুই ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষায় অংশ করে। আগামী ৯ই ডিসেম্বর, ট্যালেন্ট-ফুল, প্রথম গ্রেড ও সাধারণ গ্রেড এই তিন ক্যাটাগরিতে পরীক্ষার ফল প্রকাশ করে মেধাবীদের হাতে শিক্ষা উপকরণ, সনদ ও নগদ টাকা তুলে দেওয়া হবে বলে জানান সংগঠনের চেয়ারম্যান। ম্যারিটশো বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন, সংগঠনের চেয়ারম্যান মাও. জসিম উদ্দিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলি হোসেন, কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, ম্যারিটশো বৃত্তি পরীক্ষা সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক বোরহান উদ্দিন মুরাদ, পরিক্ষা নিয়ন্ত্রক মাসুদ আলম। কেন্দ্র পরিদর্শন কালে, সংগঠনের চেয়ারম্যান মাও. জসিম উদ্দিন বলেন, ছড়িয়ে-ছিটিয়ে থাকা আমাদের মেধাবী মুখগুলোকে শিক্ষা বৃত্তি পরীক্ষার মাধ্যমে খুঁজে বের করা আমাদের এই সংগঠনের লক্ষ। আশা করি এ পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী তাদের মেধা ও জ্ঞান দিয়ে দেশ, জাতি, সমাজের কল্যাণে কাজ করবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।