All Menu

কালীগঞ্জে বিকশিত নারী শিক্ষা-বৃত্তি প্রদান

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ওঠো, জাগো, শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যৎ” এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বিকশিত নারী শিক্ষা-বৃত্তি প্রদান করা হয়েছে। বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার আয়োজনে রবিবার সকাল ১০টায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া সু-নিকেতন সেমিনার কক্ষে বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান মিটন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রভাত ব্যার্নাজি, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী মনোয়ারা বেগম, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের ডেপুটি ডিরেক্টর আনজুমান আক্তার, ফিন্যান্স ডিরেক্টর সৈয়দা ইয়াসমিন পান্না প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ। বিকশিত নারী শিক্ষা-বৃত্তির আওতায় কালীগঞ্জ উপজেলার কলেজ পড়ুয়া ৩০জন মেয়েকে মাসিক ৫০০ টাকা হারে তিন মাসের জন্য ১৫০০ টাকা এবং স্কুল পর্যায়ে ২২জন মেয়েকে মাসিক ৪০০ টাকা হারে তিন মাসের জন্য ১২০০ টাকা করে প্রদান করা হয়। অক্টোবর -ডিসেম্বর ২০২২ সেশনে বৃত্তির তালিকায় এবার বারবাজার জগন্নাথপুর-মাজদিয়া বেদে পল্লী ও কাশিপুর বেদে পল্লীর ৩জসহ মোট ৫২জন গরীব ও মেধাবী মেয়েকে বিকশিত নারী শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top