মাসুদ সরকার, ধামইরহাট প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁর ধামইরহাটে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ৩ শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে ১ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে ঊর্ধ্বমুখী দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় বিদ্যালয়ের সভাপতি পৌর মেয়র আমিনুর রহমান ও প্রধান শিক্ষক মোছা: ছাবিহা ইয়াছমিন প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে বেলা ১২ টায় ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে পোড়ানগর উচ্চবিদ্যালয়ের চতুর্থ তলা ভবন এবং দুপুরে ২ কোটি ৯৩ লাখ টাকা ব্যয়ে ধামইরহাট ফাজিল মাদ্রাসার ৪ তলা ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে মাদ্রাসা মাঠে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, মাদ্রাসার সভাপতি ও ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, অধ্যক্ষ মো. মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান হোসেন, উপজেলা শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, অ্যাকাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।