ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর চৌমুহনীতে মল্লিকা খেলা ঘর আসরের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, গুণীজন সংবর্ধনা ও সম্মেলন ২০২২ উপলক্ষে পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধায় চৌমুহনী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্যাহ। সংগঠনের জেলা সভাপতি ও চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবুর সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য হাসান তারেক, সম্পাদক মণ্ডলীর সদস্য অশোকেশ রায়, কাউন্সিলর এনায়েত উল্যাহ চৌধুরী রানা সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।