All Menu

মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুলে সচেতনতামূলক শর্ট ফিল্ম প্রদর্শন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ইউনাইটেড ট্রাস্ট পরিচালিত মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুলে প্রোজেক্টরের মাধ্যমে বড় পর্দায় একটি পরিবেশ সচেতনতামূলক শর্ট ফিল্ম “Tomorrow” দেখানো হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সচেতনতামূলক শর্ট ফিল্ম শিক্ষার্থীরা শর্ট ফিল্মটি উপভোগ করার পাশাপাশি পরিবেশ বিপর্যয় এবং গ্লোবাল ওয়ার্মিং রোধে আমাদের করণীয় কি সেটা সম্পর্কে অবগত হয়েছে। “আসুন ভবিষ্যৎ এর সুন্দর পৃথিবী পাওয়ার প্রত্যাশায় আমরা এখনই সচেতন হই। পরিবেশ দূষণ রোধে বেশি বেশি গাছ রোপণ করিসহ বিভিন্ন শ্লোগান দিয়ে স্কুলের শিক্ষার্থীদের সচেতন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুল এর প্রধান শিক্ষক এ.কে.এম মাহাবুব আলমসহ সকল শিক্ষক,শিক্ষার্থীবৃন্দরা। জানা গেছে- মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের মৌলভী টি এস্টেট আইডিয়াল স্কুলে অত্যাধুনিক ও নান্দনিক অবকাঠামো, খেলাধুলার জন্য সুবিশাল খেলার মাঠ ও নিরাপদ “কিডস জোন”, শিক্ষকদের Formative Lesson Plan প্রতিদিন যথাযথ কর্তৃপক্ষের নিকট জমা দিয়ে ক্লাসে প্রবেশের ব্যবস্থা, নিরবিচ্ছিন বিদ্যুৎ সুবিধা (সৌর বিদ্যুৎ ও উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর), মেধা বিকাশের জন্য প্রতি অধ্যায় শেষে সাপ্তাহিক, মাসিক ও ত্রি-মাসিক পরীক্ষা, গরীব ও মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা ও দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষাদানে নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সুনাম অর্জন করেছে এ প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top