All Menu

শিবগঞ্জে দুটি প্রাথমিক স্কুলের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জ উপজেলার চরপাঁকা মধ্যপাড়া আরপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চরপাঁকা কদম তলা আরপিএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৭১ লাখ ৩৭ হাজার টাকা ব্যয়ে এই দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ ও সার্ভেয়ার আবদুল হাকিম এ সময় উপস্থিত ছিলেন। পরে পাঁকায় বন্যা দুর্গত সহস্রাধিক নারী-পুরুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top