ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের বাউল জগতের পথিকৃৎ, লোকসঙ্গীতের দিকপাল একুশে পদক প্রাপ্ত বাউল শিল্পী আব্দুর রহমান বয়াতির সন্তানরা এখন নিদারুণ অর্থকষ্টে দিনাতিপাত করছে, তারা দীর্ঘ দিন যাবৎ মানবেতর জীবন যাপন করছে। তাদের কোন মাথা গোজার ঠাঁই নাই। তারা গৃহহীন। প্রধানমন্ত্রী তাদের একটি বাড়ি দেয়ার আশ্বাস দিলেও গত ৭ বছরে তা কার্যকরী হয়নি। বিভিন্ন আশ্বাসে তারা বিভিন্ন দপ্তরে ঘুরাঘুরি করলেও আজ পর্যন্ত তার কোন কাজ হয়নি বলে জানান। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আব্দুর রহমান বয়াতির পরিবারের সদস্যরা এক মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন তার পুত্র মহিউদ্দিন বয়াতি, আলম বয়াতি, আজিম বয়াতি, কন্যা রুনা আক্তার প্রমুখ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।