All Menu

নোয়াখালীতে স্বাধীনতা শিক্ষক পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: স্বাধীনতা শিক্ষক পরিষদ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চৌমুহনী পৌর অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। সংগঠনের উপজেলা শাখার সভাপতি ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান সাজু। এ সময় উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম, মেয়র বীর-মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্যাহ, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদসহ অনেকে বক্তব্য রাখেন। সম্মেলনে জমিদারহাট বি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল চৌধুরীকে পুনরায় সভাপতি, ঘাটলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর বাবুকে সাধারণ সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদক চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব রশিদ তাকেরকে সহ-সভাপতি করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top