All Menu

মাদক গ্রহণ না করার শপথ নিলো শিক্ষার্থীরা

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে জীবনে কখনো মাদক গ্রহণ না করার শপথ নিয়েছে শিক্ষার্থীরা। বুধবার বিকালে সদর উপজেলার বাংলা বাজার উচ্চ বিদ্যালয় ও কালিতারা এলাকার ওবাইদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক বিরোধী উদ্বুদ্ধকরণ সভায় ৫ শতাধিক ছাত্রছাত্রী এ শপথ গ্রহণ করে। সভায় শিক্ষার্থীদের মাদক-বিরোধী শপথ বাক্য পাঠ করান জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। পরে শিক্ষার্থীদের মাঝে মানবদেহে মাদকের ক্ষতিকর প্রভাব সম্বলিত মাদক-বিরোধী জ্যামিতি বক্স ও অফিসের জন্য ব্যানার বিতরণ করা হয় ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top