আহসান হাবিব মিলন, শহর প্রতিনিধি, রংপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:রংপুরের কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের পক্ষে সাতদফা দাবিতে বিক্ষোভ ও অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দিয়েছে তিন ছাত্র সংগঠনের নেতা কর্মীরা। শনিবার (২০ আগস্ট) বেলা ১টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর অধ্যক্ষ বরাবর স্মারকলিপি দেয়া হয়। ছাত্রনেতাদের দাবিগুলো হলো: অবিলম্বে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে কলেজ প্রশাসন কতৃক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, শিক্ষার্থীদের কাছে নামে-বেনামে ও রশিদ বিহীন অবৈধভাবে ফি আদায় বন্ধ করা, লাইব্রেরী-সেমিনারে পাঠোপযোগী পর্যাপ্ত বই ক্রয় ও তালিকা প্রকাশ করা, বন্ধ থাকা আবাসিক হলসমূহ চালু করা, অবিলম্বে কলেজ ক্যান্টিং চালু করা, পরিবহন সংকট নিরসন করা, ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার করা। এ সময় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজ শাখা ছাত্রলীগ (জাসদ) এর সভাপতি এহতেশাম জেমি, কারমাইকেল কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মৌসুমি আক্তার মৌ, কারমাইকেল কলেজ শাখা ছাত্র ইউনিয়নের যুগ্ন-আহ্বায়ক মেহেদী হাসান ও অন্যান্য শিক্ষার্থীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।