All Menu

জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শিবগঞ্জে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চিত্রাঙ্কন, রচনা, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের তত্ত্বাবধানে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান, একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ও সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top