All Menu

আদিনা ফজলুল হক সরকারি কলেজের হোস্টেলের নির্মাণ কাজ শুরু

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজে পয়:নিষ্কাশন, বিদ্যুৎ সরবরাহসহ পাঁচ তলা ছাত্র ছাত্রীর হোস্টেলের নির্মাণ কাজ শুরু হয়েছে। রোববার সকালে শিক্ষা প্রকৌশল অধিদপÍরের তত্ত্বাবধানে ১৩ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ উপলক্ষে শিক্ষক মিলনায়তনে মতবিনিময় সভায় অধ্যক্ষ প্রফেসর গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহম্মেদ নুজমুল কবির মুক্তা ও উপসহকারি প্রকৌশলী তৌহিদুজ্জামানসহ অন্যরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top