মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:শিবগঞ্জে এক অধ্যক্ষকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে লাঞ্ছিত করায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার চাতরা ইসলামিক কালচারাল ইন্সটিটিউট চত্বরে শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ আমাদের অধ্যক্ষ এনামুল হক স্যারকে লাঞ্ছিতকারীর বিরুদ্ধে সুষ্ঠু বিচার না হবে ততক্ষণ আমরা কোন ক্লাস করবো না। জানা গেছে, গত বুধবার চাতরা ইসলামিক কালচারাল ইন্সটিটিউটে ক্লাস চলাকালীন সময় প্রতিষ্ঠানের পার্শ্বে একটি হোটেলে দেয়া পানির সংযোগ লাইন গভর্নিং বডির সিদ্ধান্ত মোতাবেক প্রতিষ্ঠানের পানির মটার-ট্যাংকি লাইনটি ব্যবহার না করতে দেয়ার বিষয়টি ওই হোটেলের মালিক হারুন অর রশিদ প্রতিষ্ঠানের অফিসে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে অধ্যক্ষ এনামুল হককে বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়। অধ্যক্ষ এনামুল হক বলেন, এ প্রতিষ্ঠানের একতলা ভবনটি ভেঙে যখন উন্নতকরণের কাজ চলছিল। তখন একটি প্রয়োজনীয় পানির জন্য একটি মটার-ট্যাংকি দেয়া হয়। এরপর কাজ শেষ হলে মটার-ট্যাংকিটি ব্যবহার করার জন্য প্রতিষ্ঠানের পার্শ্ববর্তী হারুনের হোটেলের পানি ব্যবহারের জন্য বললে ৯’শ টাকা মাসে চুক্তিতে তাকে মটার-ট্যাংকিটি ব্যবহার করতে দেয়া হয়। কিন্তু কিছুদিন পূর্বে প্রতিষ্ঠানের গভর্নিং বডির এক সভায় সিদ্ধান্ত হয়, প্রতিষ্ঠানে কোন জিনিস অন্য কাউকে আর ব্যবহার করতে দেয়া যাবে না। এ নিয়ে গত ৬ জুলাই লিখিতভাবে নোটিশ দেয়া হয় তাকে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানে এসে আমাকে বিভিন্ন ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয়। তবে হারুন অর রশিদ বলেন, প্রতিষ্ঠান প্রধানের কাছে গিয়ে বেশ কয়েক দিন সময় চাওয়া হয়। তিনিও আমাকে আগস্টের ১৫ তারিখ পর্যন্ত সময় দিয়েছেন। এ বিষয়ে গভর্নিং বডির সভাপতি হারুন অর রশিদ পাভেল মিঞা জানান, মাদ্রাসায় যে সব ঘটনা ঘটে তা ফোনে শুনেছি মাত্র। বিস্তারিত পরে জানানো হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।