All Menu

গর্বের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে আনন্দ র‍্যালী

মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: গর্বের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শনিবার (২৫ জুন) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসনের পক্ষ থেকে এক আনন্দ র‍্যালী বের হয়। শনিবার সকাল ১০টায় রুয়েট প্রশাসনিক ভবনের সামনে থেকে রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ এর নেতৃত্বে এই আনন্দ র‍্যালীটি বের। র‍্যালীটি রুয়েট ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে এসে সমাপ্ত হয়। কেন্দ্রীয় অডিটোরিয়ামে উপস্থিত সকলে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ ও গর্বের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন। উক্ত অনুষ্ঠানে রেজিস্টার(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন সহ বিভিন্ন অনুষদের ডীনগণ, বিভিন্ন বিভাগ,দপ্তর,শাখা প্রধানগণ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ, কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, ছাত্রলীগ রুয়েট শাখার নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী প্রমুখ উপস্থিত ছিলেন ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top