All Menu

নোয়াখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী জেলা প্রতিনিধি, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার সময় নাইমুড়ী উপজেলা ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ তুলে দেন। ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্যাহ আল মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ নির্বাহী মাজিস্ট্রেট এএস এম তাসফিকুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এমারন হোসেন, শিক্ষানুরাগী বীর-মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ভুাইয়া. বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন অর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন। জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ছনগাঁও প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে এর প্রাক প্রাথমিক শ্রেণী কক্ষসহ সব গুলো কক্ষ এতো সুন্দর ভাবে পাঠদানের জন্য খুব উপযোগী করে দেখে ভূয়সী প্রশংসা করে জানান বিদ্যালয়টিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী, শেখ রাসেল কর্নারসহ পুরো বিদ্যালয়টির মতো এতো সুন্দর ও সাজানো গোছানো জেলা উপজেলা সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান এ রকম হওয়া দরকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top