All Menu

বাংলাদেশ আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালস এর আয়োজক দেশ

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রোগ্রামিংয়ের অলিম্পিয়াড খ্যাত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালস ৪৫ তম এর আয়োজক দেশ বাংলাদেশ। আগামী ৬-১১ নভেম্বর এ প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে ৪৫তম আইসিপিসি আয়োজন উপলক্ষ্যে সাংগঠনিক কমিটির এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রতিমন্ত্রী বলেন, মেধা দিয়ে বিশ্বকে জয় করতে হবে। তরুণদের প্রোগ্রামিংয়ে উৎসাহিত করতে পারলে সবকিছু ডিজিটাল করতে খুব একটা সময় লাগবে না। চতুর্থ শিল্পবিপ্লব মোকাবিলায় মেধার কোনো বিকল্প নেই, মেধাকে কাজে লাগিয়ে জয় করতে হবে এ বিপ্লব। এ প্রতিযোগিতায় সারাবিশ্বের ৭৫টি দেশের ১৪০টি টিম এবং ১০০০ এরও বেশি বিদেশি অতিথি অংশগ্রহণ করার কথা রয়েছে। সভায় কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ও বিসিসির নির্বাহী পরিচালক ড. মোঃ আব্দুল মান্নান বক্তব্য রাখেন। উল্লেখ্য, প্রোগ্রামিং এর বিশ্ব আসরটির মূল ভেন্যু হিসেবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) কে ব্যবহার করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top