All Menu

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত)’’ শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অসচ্ছল মেধাবী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার (৮ জুন) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে ৩০ জন শিক্ষার্থীর মাঝে বাই-সাইকেল বিতরণ করেন দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এ সময় অন্যান্যদের মধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে এম ওহিদুন্নবি, প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাধারন সম্পাদক কামরুজ্জামান, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান-গণসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top