মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতারের সাথে চীনের রাষ্ট্রদূত Yao Wen সাক্ষাৎ করেছেন। বাংলাদেশ ও চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশি পণ্য চীনের বাজারে শুল্কমুক্তভাবে রপ্তানিতে দু’দেশ একসাথে কাজ করতে পারে। উপদেষ্টা বুধবার (০২অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে চীনের রাষ্ট্রদূত Yao Wen এর সাক্ষাৎকালে এসব কথা বলেন। সামুদ্রিক মাছের সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও রপ্তানিতে চীনের আগ্রহ প্রকাশ করে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বেসরকারি পর্যায়ে চীনের বিনিয়োগকারীরা সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা তৈরি করে চায়নাতে মাছ রপ্তানি করতে চায়। আলোচনাকালে রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে সামুদ্রিক মাছ, চিংড়ি কাঁকড়া, কুচিয়া, পাট ও পাটজাত পণ্য এবং আম রপ্তানির জন্য আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, এ সমস্ত পণ্য চীনের বাজারে যথেষ্ট চাহিদাসম্পন্ন হওয়ায় বাংলাদেশ রপ্তানির সুযোগ গ্রহণ করতে পারে। এসময় দু’দেশ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এক সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব এ.টি.এম. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব মোঃ তোফাজ্জেল হোসেনসহ দূতাবাসের বাণিজ্যিক কাউন্সিলর Song Yang, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি Shi Chen এবং থার্ড সেক্রেটারি Bai Zhaoxi উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।