প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য ২০ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চেম্বার জজ হিসেবে আপীল বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হককে মনোনীত করেছেন।
আপিল বিভাগের বিচারপতি মোঃ রেজাউল হক সপ্তাহের প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে শারীরিক উপস্থিতিতে আপীল বিভাগের চেম্বার কোর্টে যথারীতি শুনানি গ্রহণ করবেন।
সুপ্রীম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।