All Menu

বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাকে (২৯) নাশকতার মামলায় গ্রেফতার করেছে পুলিশ। পরে রবিবার (০৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) দিনাজপুর পুলিশ কোর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করেছে। মাসুদ বিরামপুর শহরের পূর্ব-জগন্নাথপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, ছাত্র-জনতার আন্দোলনের সময় ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগে গত ৯ সেপ্টেম্বর বিরামপুর থানায় একটি মামলা হয়। ঐ মামলায় ১৩৩ জনের নাম উল্লেখ এবং ৫/৬শ’ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এজাহারে নাম উল্লেখ না থাকলেও তদন্ত-কালে ঘটনার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় শনিবার (০৫অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) দিনগত রাতে মাসুদ রানাকে গ্রেফতার করা হয়। বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, নাশকতার মামলায় আটক দেখিয়ে মাসুদ রানাকে রবিবার (০৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ) দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top