জেলার কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নে পালগাঁও গ্রামে এক প্রভাবশালী নেতার সহযোগিতায় বিধবা নারী বিবি জান বেগম (৫০)-এর ভূমি জবরদখল করে রেখেছেন প্রতিবেশী আব্দুল মন্নান (৫৫)। প্রতিবাদ করায় জীবনের নিরাপত্তা-হীনতায় রয়েছেন উক্ত পরিবার। সূত্রে জানা গেছে- রবীন্দ্র কুমার দাশ দাতা হইতে প্রাপ্ত জমির দলিল (নং- ৫০২১নং দলিলে ক্রয় সূত্রে প্রাপ্ত ৭.৫০ শতক ভূমির মালিক মৃত : আশ্রব উল্ল্যা। তিনি জীবনদশায় উক্ত ভূমি ভোগদখল করেন। বিবি জান বেগম এর স্বামী আশ্রবউল্ল্যা মারা যাওয়ার প্রায় কতেক বছর পর তার স্বামীর প্রতিবেশী বন্ধু আব্দুল মন্নান উক্ত ভূমির মালিকানা দাবী করে এক প্রভাবশালী নেতা হরিপদ দেবনাথ-এর সহযোগিতায় ওই জায়গা জোর করে দখল করে নেন। দখলের সময়ে মন্নান দাবী করেন- তার কাছ থেকে মৃত আশ্রব মিয়া- ওই জমি বন্ধক হিসাবে নগদ ২৫ হাজার টাকা নিয়েছেন। এ ঘটনায় বিবিজান বিবি বাদী হয়ে মৌলভীবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং-৩১২/২০২৩ইং, (কমল) ) দায়ের করেন। পরে বিজ্ঞ আদালতের নির্দেশে শমসেরনগর পুলিশ ফাঁড়ী তদন্ত প্রতিবেদন ( স্বারক নং- ৬৩৫৭, তারিখ : ০৫/১১/২০২৩ইং এবং কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন (স্বারক নং- ১৭১, তারিখ : ২৯/০৭/২০২৪ইং) দাখিল করেন। অপরদিকে- দুই পক্ষের মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধীয় বিষয়ে একাধিকবার স্থানীয় ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদে মীমাংসা বৈঠক হয়। বৈঠকে দখলকারী আব্দুল মন্নান ওই জমির মালিকানার কোন সঠিক কাগজপত্র দেখাতে না পারায় বিধবা নারী বিবি জান বেগম-এর জমি ফেরত দেওয়ার জন্য সুপারিশ করেন। এসময় ৩নং মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মোতালিব তরফদার, সাবেক চেয়ারম্যান মো: শফিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে জবর-দখলকারী আব্দুল মন্নান বলেন- আমার মালিকানা কাগজপত্র আদালতে জমা রয়েছে। সময় হলে দেখাতে পারবেন বলে জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।