আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়িতে খড়ের পালার নিচে দুই ফুট মাটির নিচে লুকিয়ে রাখা ২কেজি হেরোইনসহ মোহাম্মদ কবির নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ) ভোর পৌনে ছয়টার দিকে সদর উপজেলার মধ্যচর-রুবেলপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির ওই গ্রামের মনিরুল ইসলামের ছেলে। র্যাব-৫ এর কোম্পানী কমাণ্ডার মেজর মো. শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভোর পৌনে ৬ টার দিকে মধ্যচর-রুবেলপাড়ায় অভিযান চালায়। এ সময় কবিরের বাড়ির খড়ের পালার নিচে দুই ফুট মাটির গভীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুই কেজি হেরোইন জব্দ করা হয়। এসময় ঘটনাস্থল থেকে কবিরকে আটক করা হয় এবং তার কাছে থাকা দুটি মোবাইল ফোন ও ৫৩ হাজার টাকাও জব্দ করা হয়। র্যাব কর্মকর্তা জানান, কবির টাক্টর চালক ও কৃষি কাজ করেন। এসব কাজের আড়ালে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এলাকায় তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। কবিরের বাড়ি দুর্গম চর এলাকায় হওয়ায় সহজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে মাদক এনে দেশের অভ্যন্তরে পাঠায়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।