ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীতে সড়ক মহা সড়কে চাঁদাবাজির অভিযোগে ৩৪ জনকে আটক করেছে র্যাব-১১ এর সদস্যরা। সোমবার (২৪ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) জেলা সদর মইজদী ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম পরিচয় এখনো প্রকাশ করেনি র্যাব। র্যাব-১১ কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলার বিভিন্ন স্থানের সড়ক মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ৩৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন থেকে সড়কে চাঁদাবাজি করছে বলে স্থানীয়রা জানিয়েছে। তাদের পরিচয় নিশ্চিতে যাচাই বাচাই চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।