All Menu

মৌলভীবাজারে জাল টাকাসহ ২ জন আটক

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে জাল টাকাসহ জাবেদ আলী ও আনোয়ার মিয়া নামে দুই জনকে আটক করা হয়েছে। শনিবার (০৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বিকেলে মৌলভীবাজার সদর মডেল উপজেলার চাঁদনীঘাট ইউপিস্থ মাতারকাপন এলাকার বাহার এন্টারপ্রাইজ নামক মুদি দোকান থেকে তাদের আটক করা হয়। মৌলভীবাজার সদর থানা সূত্রে জানা যায়- মাতারকাপন এলাকার জনৈক মোজাহিদ মিয়ার মুদি দোকানে দুইজন লোক কেনাকাটা করতে যায়। কেনাকাটা শেষে দুই জন দুটি ১ হাজার টাকার জাল নোট দেয়। মৌলভীবাজার থানা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে তাদের তল্লাশি করে জাবেদ আলীর শার্টের পকেট থেকে ১ হাজার টাকার ৪ টি জাল নোট এবং আনোয়ার মিয়ার শার্টের পকেট থেকে ২টি ১ হাজার টাকার জাল নোট এবং ২টি ৫শত টাকা মূল্যের জাল নোটসহ মোট ৭ হাজার টাকার জাল নোট জব্দ করে। এ ঘটনায় মৌলভীবাজার সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বলেন- আমরা জাল টাকার এই চক্রের সাথে আরও যারা জড়িত আছে তাদের গ্রেফতারের চেষ্টা করছি। প্রতি বছরই ঈদুল আজহার আগে সারা দেশে একটা চক্র জাল টাকা বিস্তারের চেষ্টা করে। কোরবানির হাটে যাতে কেউ জাল টাকা ছড়াতে না পারে সেই লক্ষ্যে মৌলভীবাজার জেলা পুলিশ তৎপর রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top