আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে পল্লী-বিদ্যুৎ কর্মচারীদের হামলায় নেসকোর ৬কর্মচারী আহত হয়েছে। এসময় নেসকোর ৩টি গাড়ি ব্যাপক ভাঙ্গচুর করা হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করে। ঘটনাটি ঘটেছে শনিবার (০৮ জুন ২০২৪ খ্রিস্টাব্দ) বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বুলনপুর নামক স্থানে। সূত্রে জানা গেছে, বুলনপুর এলাকায় নেসকোর নিষেধ উপেক্ষা করে বিদ্যুতের তার টানার কাজ করছিল চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। এসময় নেসকোর কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে তাদের কাজ করতে নিষেধ করলে পল্লী বিদ্যুতের কর্মচারীরা নেসকো কর্মচারীদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে নেসকোর ৬ কর্মচারী গুরুতর আহত হয় এবং নেসকোর ৩টি গাড়ি ভাঙ্গচুর করা হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করে। এব্যাপারে সদর মডেল থানার ওসি মিন্টু রহমান বলেন, পুলিশ ৪জনকে থানায় নিয়ে আসে। তবে এ-ঘটনায় মামলা দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে নেসকো-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ ওয়ালিউল আজিম বলেন, বুলনপুর এলাকা নেসকোর সংযোগ রয়েছে। কিন্তু পল্লী-বিদ্যুৎ সমিতি সেখানে কাজ করতে গেলে বিষয়টি তাদের কর্ম-এলাকার বাইরে মর্মে নেসকো চিঠি দেয়। কিন্তু সেই চিঠি উপেক্ষা করে পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করছিল। এসময় নেসকো কর্মচারীরা ওই এলাকায় কাজ করে ফিরে আসার সময় তাদের কাজ করতে নিষেধ করলে তারা দলবদ্ধ হয়ে নেসকো কর্মচারীদের মারধর করে এবং ৩টি গাড়ি ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে। এ-ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি। তবে এ-ঘটনায় কোন মন্তব্য করতে রাজি হননি চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ছানোয়ার হোসেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।