সর্বশেষ সংবাদ

সকল মেনু

মৌলভীবাজার ৬ জনের বিভিন্ন মেয়াদে কারা ও অর্থদণ্ড

প্রতিকি চিত্র।

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশাররফ ইউসুফ প্রকাশ্যে আদালতে জি.আর ২৬/২০১৪ (বড়লেখা) নং- মামলায় সাজার রায় ঘোষণা করেন। উক্ত মামলায় বড়লেখা থানার কাঁঠালতলী উত্তরভাগ গ্রামের আকবর আলী এর পুত্র অহিদ আহমদ @ অহিদ আলী-কে পেনাল কোডের ৩০৭ ধারায় দোষী সাব্যস্ত করত: ৫ বৎসর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পানিধার গ্রামের উস্তার আলী এর পুত্র মোঃ নানু-কে পেনাল কোডের ৩২৫ ধারায় দোষী সাব্যস্ত করত: ৫ বৎসর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মুছেগুল গ্রামের মৃত আব্দুস শুকুর এর পুত্র নিজাম উদ্দিন-কে পেনাল কোডের ৩২৪ ধারায় দোষী সাব্যস্ত করত: ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই গ্রামের আনছার আলী এর পুত্র জুবায়ের আহমদ ওরফে শিমুল-কে পেনাল কোডের ৩২৬ ধারায় দোষী সাব্যস্ত করত: ৫ বৎসর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কাঁঠালতলী গ্রামের মৃত ময়না মিয়া এর পুত্র জসিম উদ্দিন, ও একই গ্রামের আইয়ুব আলী এর পুত্র ছয়ফুল ইসলাম-কে ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত করত: ৩ মাসের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ৫নং আসামী আদালতে হাজির থাকায় তাকে সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। অন্যান্য সাজাপ্রাপ্ত আসামী অনুপস্থিত থাকায় তাদের প্রতি গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়। আদালত সূত্রে জানা গেছে- ২০১৪ইং সালের ৪ ফেব্রুয়ারি বড়লেখা থানার কাঁঠালতলী উত্তরভাগ গ্রামের নুর উদ্দিন এর পুত্র এনাম উদ্দিন পূর্ব আক্রোশের জেরে মারামারির ঘটনা কেন্দ্র করে মোট ২১ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা বেকসুর খালাসপ্রাপ্ত হন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top