All Menu

বিরামপুরে চাঁদাবাজির সময় প্রতারক আটক

জাহিনুর ইসলাম, বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: দিনাজপুরের বিরামপুরে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে আদিবাসীর বাড়িতে চাঁদাবাজি করার সময় রফিকুল ইসলাম (৩৮) নামের এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।শুক্রবার (১৫ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দিনগত রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দুর্গাপুর এলাকায় মঙ্গল শরেনের ছেলে নরেন শরেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক রফিকুল ইসলাম উপজেলা কেটরা হাট এলাকার রফিতুল্লাহ ছেলে। বিরামপুর থানা পুলিশের পরিদর্শক মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। আদিবাসী নরেন সরকার বলেন, রাত সাড়ে নয়টার দিকে একদল লোক মাইক্রোবাস নিয়ে বাসার সামনে আসেন। হঠাৎ করে বাড়িতে ঢুকে ডিবি পুলিশ পরিচয়ে হাতে হ্যান্ড-কাফ পরানোর চেষ্টা করে এবং ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তাদের আচরণ সন্দেহজনক হলে জেরার মুখে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা রফিকুল ইসলামকে ধাওয়া করে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার জানান, পুলিশ গিয়ে জনতার হাতে আটক এক ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top