All Menu

ভ্যান ছিনতাইয়ের জন্য পুড়িয়ে হত্যা করা হয় মোজাম্মেল হককে

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চার্জার ভ্যান ছিনতাইয়ের পর চালক মোজাম্মেল হকের পরিচয় মুছতেই আগুনে পুড়িয়ে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৩ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দুপুরে শিবগঞ্জ থানায় ভ্যান-চালক হত্যার বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ। ভাড়া নেয়ার কথা বলে রাতের অন্ধকারে জন-মানবহীন এলাকায় নিয়ে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকবহরম গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে মোজাম্মেল হককে দেশীয় অস্ত্র, আমের ডাল ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করে ভ্যান ছিনতাই করা হয়। পরে পরিচয় মুছতে তাকে সরিষা ক্ষেতে আগুনে পুড়িয়ে ফেলা হয়। আটকের পর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক এমনই জবানবন্দি দিয়েছেন হত্যা মামলার প্রধান আসামী রুহুল আমিন কালু। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, ঘটনার পরদিন সকালে মরদেহ উদ্ধারের পর অভিযান শুরু করে পুলিশ। এরপর মোট ৬ জন আসামীর মধ্যে ৫ জন আসামীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ছিনতাই করা চার্জারভ্যান, হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও আমের ডাল উদ্ধার করেছে পুলিশ। প্রসঙ্গত, ০১ মার্চ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর নদী রক্ষা বাঁধের পাশে পদ্মা নদীর ধারে থাকা সরিষার ক্ষেতে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় ভ্যান-চালক মোজাম্মেল হককে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top