আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি-বিক্রি, দ্রব্যমূল্য প্রদর্শন না করা ও পুরাতন তেল ব্যবহার করে খাবার তৈরির অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের গায়ে মূল্য প্রদর্শন না করায় শিবগঞ্জ উপজেলায় দুটি প্রতিষ্ঠান ও জেলা শহরের পুরাতন বাজারের একটি প্রতিষ্ঠানকে মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিকেলে পৃথক বাজার তদারকিমূলক অভিযানে জেলা শহরের শান্তিমোড়ে সাগর হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে পুরাতন তেল ব্যবহার করে ইফতার তৈরির দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পুরাতন তেল বিনষ্ট করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।