আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জেলার রহনপুরে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোমস্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে অনুমোদন ছাড়াই জবাই করা হয় অসুস্থ গরুটিকে। এরপর মাংস বিক্রি শুরু করলে গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা খবর দেয় প্রাণিসম্পদ কর্মকর্তাদের। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনুমোদন না নিয়ে জবাই ও অসুস্থ গরুর মাংস বিক্রির অপরাধে কসাই আবুল কালামকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ) সকালে গোমস্তাপুর উপজেলার রহনপুর কলেজ মোড়ে এই জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. কাউসার আলী জানান, অসুস্থ গরুর মাংসের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এর ফলাফল আসলেই গরুটি কি রোগে আক্রান্ত ছিল তা জানা যাবে। জরিমানার পাশাপাশি কসাইকে সর্তক করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।